১। গ্রামীণ এলাকায় হস্তচালিত নলকূপের মাধ্যমে নিরাপদ (আর্সেনিক মুক্ত) পানি সরবরাহঃ
==WATSAN কমিটির মাধ্যমে নলকূপের তত্ত্বাবধায়ক গণের নাম চূড়ান্ত করা হয় এবং তাদের মাঝে নলকূপ বিতরণ করা হয়।
২। পৌরসভা ও গ্রামীণ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহঃ
==প্রকল্প ভিত্তিক বাস্তবায়িত হয়, বাস্তবায়নের পর স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানএর মাধ্যমে পরিচালিত হয়।
৩। পৌরসভা ও গ্রামীণ এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে স্লাব ও রিং উৎপাদন এবং বিক্রয়ঃ
==বিভাগীয় লেবার- ম্যাশন দ্বারা বিনামুল্লে বিতরণের জন্য এবং সুলভমুল্লে বিক্রয়ের জন্য স্লাব ও রিং উৎপাদন করা হয়। WATSAN কমিটির মাধ্যমে গ্রামিন দরিদ্র জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে তাদের মাঝে স্লাব ও রিং বিনামুল্লে বিতরন করা হয়।
৪। বিনামূল্যে নলকূপের পানির আর্সেনিক পরীক্ষাঃ
==উপজেলা অফিসে "আর্সেনিক kit" এর মাধ্যমে পানির আর্সেনিক পরীক্ষা করা হয়।
৫। বিনামূল্যে সরকারী নলকূপ মেরামত ও কারিগরী পরামর্শ প্রদানঃ
==বিভাগীয় নলকূপ মেকানিক দ্বারা বিনামূল্যে সরকারী নলকূপ মেরামত ও কারিগরী পরামর্শ প্রদান করা হয়।
৬। মাঠ পর্যায়ে নলকূপ তত্ত্বাবধায়কগণকে বিনামূল্যে নলকূপ মেরামত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান ও স্যানিটেশন
সম্পর্কে উদ্ভুদ্ধকরণঃ
== বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীনে মাঠ পর্যায়ে নলকূপ তত্ত্বাবধায়কগণকে বিনামূল্যে নলকূপ মেরামত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান ও স্যানিটেশন সম্পর্কে উদ্ভুদ্ধকরা হয়।
৭। বন্যা ও দুর্যোগকালীন সময়ে বিভিন্ন ইউনিয়নে নলকূপ উচুকরণ ও মেরামত করণ কাজ, পানি বিশুদ্ধ করণ টেবলেট
বিতরণ ও স্যানিটেশনের ব্যবস্থা করাঃ
== জেলা থেকে সরবরাহ কৃত পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরন করা হয়।
৮। সহায়ক চাঁদার মাধ্যমে বিভিন্ন ধরনের নলকূপ স্থাপন করাঃ
== সহায়ক চাঁদার মাধ্যমে বিভিন্ন ধরনের নলকূপ সুলভ মুল্লে গ্রামিন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও স্থাপন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস